About Us

কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে

কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়টি মেহেরপুর জেলায় অন্তর্গত আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রামে অবস্থিত। অত্র এলাকার একজন খ্যাতিমান সমাজ সেবক, দাতা ও শিক্ষিত ব্যক্তি মরহুম কাজী কুদরুতুল ইসলাম এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১৯৭০ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি মেহেরপুর – মুজিবনগর সড়কে মেইন রোড হতে ১০০ গজ পূর্বে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। ০১-০৯-১৯৮৫ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। পরবর্তীতে ২০০৫ খ্রিষ্টাব্দে ভোকেশনাল শাখায় দুইটি ট্রেড (ইলেক্ট্রিক্যাল ও বিল্ডিং মেইনটেইন্স) শাখা চালু হয়। সম্প্রতি ইলেক্ট্রিক্যাল ট্রেড এমপিও ভুক্তি লাভ করে। বিদ্যালয়ে ২টি একাডেমিক ভবন রয়েছে যাহার একটি নতুন ও একটি পুরাতন। এখানে একটি মসজিদ ও বড় খেলার মাঠ রয়েছে।

বিদ্যালয়ে সাধারণ শাখায় ১৩ জন ও ভোকেশনাল শাখায় ৫ জন শিক্ষক/কর্মচারী রয়েছে। ৭টি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। ১টি কম্পিউটার ল্যাব ও ১টি লাইব্রেরি রয়েছে। এছাড়াও শেখ রাসেল দেয়ালিকা, বঙ্গবন্ধু ও মুজিব কর্নার আছে। শিক্ষক ও শিক্ষার্থীদের আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রী আলাদাভাবে বসার ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদান করানো হয়। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা আছে। এবং প্রতিবছর শিক্ষাসফরের ব্যবস্থা করা হয়। এছাড়াও বাল্যবিবাহ, মাদক বা নেশা জাতীয় দ্রব্য ও মোবাইলের অপব্যবহার প্রতিরোধে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করা হয়। বর্তমানে পড়ালেখার মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটির উন্নয়নে এলাকাবাসী ও সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।

স্বীকৃতি ও স্মারক
প্রথম এমপিওভুক্তি

তাং ১/৯/১৯৮৫

স্মারক নম্বর: ৩৭৬৪০/৪(১০০০)

প্রথম স্বীকৃতি

তাং ১/১/১৯৭২

স্মারক নম্বর: ৭৫৪৭(৩)

প্রথম পাঠদানের অনুমতি ও স্বীকৃতি

তাং ৩/৮/১৯৭২

স্মারক নম্বর: ৭৫৪৭(৩)

We aim at inspiring our students to dream more, learn more, do more, and become more in their respective journeys of life.
Md Amjad Hossain — Headmaster
Champion School at a Glance
Teachers
0
Students
0 +
Buildings
0
Rooms
0
Class Name Boys Girls Total
Class 6
44
28
72
Class 7
23
28
51
Class 8
22
22
44
Class 9
06
08
14
Class 10
13
16
29
Total
108
102
210
আমাদের প্রত্যাশা

স্বাধীনতার মহানায়ক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনাদর্শ সমাজের সকল স্তরের মানুষের নিকট তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির পিতার সপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলাই হচ্ছে আমাদের প্রত্যাশা।

বিদ্যালয়ের মান উন্নয়নে

বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের  আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা সহ পরিবেশের সার্বিক মান উন্নয়ন করে বিদ্যালয়টি যাহাতে ISAS প্রতিবেদনে A গ্রেডভুক্ত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করতে পারি সেই লক্ষে অবিরাম কাজ করে যাচ্ছি।

আমাদের দর্শন
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের স্বপ্ন আধুনিক বিজ্ঞান মনস্ক বাংলাদেশ গড়ার লক্ষে দিন বদলের অঙ্গীকার পূরনে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে মানসম্মতি শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নতি রাষ্ট্রে পরিণত করা।